ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

নবাবগঞ্জে নতুন করে ৮৯ জনের করোনা শনাক্ত : মোট আক্রান্ত- ১৫২

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ৮৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ১৯৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮৯ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
রোববার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, শনিবার (৩০ মে) রাত ১২টায় ঢাকা থেকে পাঠনো নমুনার রিপোর্টে নবাবগঞ্জ উপজেলায় নতুন করে ৮৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪, ২৬ ও ২৮ মে নবাবগঞ্জ থেকে পাঠানো ১৯৫ জনের নমুনা হতে নতুন করে ৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা বিভিন্ন বয়সী এবং নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সংক্রমনের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় গ্রহণ করা হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ জন। মৃত্যুবরণ করেছে গৌরাঙ্গ বণিক(বান্দুরা), ভজন রাজবংশী(চুড়াইন) ও সুরুজ খান(আগলা)-সহ ৩জন।
ads

Our Facebook Page